প্রতিমন্ত্রী পদমর্যাদার বিশেষ সহকারীর বিদায়
টুইট ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (১০ মার্চ) সকালে অধ্যাপক আমিনুল ইসলাম সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের কাছে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠিয়েছেন। তবে পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান।
প্রেস সচিব শফিকুল আলম জানান, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে পদত্যাগপত্রে কী লেখা রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
উল্লেখ্য, গত নভেম্বরে প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর মধ্যে অধ্যাপক এম আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহযোগিতার দায়িত্বে ছিলেন।
পদত্যাগের কারণ সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, অধ্যাপক আমিনুল ইসলামের কাছে কোনো ফাইল পাঠানো হতো না এবং তিনি কার্যত উপস্থিতির ভূমিকা পালন করতেন। এতে তিনি ব্যথিত হয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার রাতে অধ্যাপক আমিনুল ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করলেও শিক্ষাক্ষেত্রে কোনো না কোনোভাবে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন।
পদত্যাগের নেপথ্যে
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা আমিনুল ইসলাম পদত্যাগের কারণ স্পষ্ট করতে চাননি। তবে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শিক্ষা উপদেষ্টা পরিবর্তন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি ও আলোচনা তাঁকে বিব্রত করে।
জানা গেছে, প্রথমে রোববার এবং পরে সোমবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। এরপরই তিনি পদত্যাগ করেন।
ড. এম আমিনুল ইসলাম এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ১০ নভেম্বর তাঁকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন।