রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত এক, আতঙ্কে স্থানীয়রা
টুইট ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।
শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টায় ক্যাম্প-৮ ইস্টের বি/২১ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রফিক (৩০) ওই ব্লকের শামসু আলমের ছেলে।
এপিবিএন পুলিশ জানিয়েছে, ক্যাম্প-৮ ওয়েস্ট ও ক্যাম্প-৮ ইস্টের সশস্ত্র রোহিঙ্গা দুই সংগঠনের নেতাদের মধ্যে গোলাগুলিতে মোহাম্মদ রফিক গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে।
উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। এর আগে ২০২৩ সালের ১৯ জুন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও দলের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং একজন আহত হন।
এছাড়া, ২০২৩ সালের ৫ ডিসেম্বর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি ঘটনায় পাঁচজন নিহত হন। এসব ঘটনায় আরসা ও আরএসও গ্রুপের মধ্যে সংঘর্ষের কথা জানা যায়।
এ ধরনের সংঘর্ষের ফলে ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।