রাজধানীতে হিজবুত তাহরীরের মিছিল: পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

টুইট ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর আজ শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে অগ্রসর হলে পুলিশের বাধার সম্মুখীন হয়।

প্রথমে প্রায় ১৫ মিনিট মিছিলটি নির্বিঘ্নে চললেও পরে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় হিজবুত তাহরীরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ কয়েকজনকে আটক করে।

উল্লেখ্য, হিজবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন, এবং তাদের সব কার্যক্রম আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যে কোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়েছে, হিজবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ, এবং তাদের যে কোনো প্রচারণামূলক কার্যক্রম কঠোর নজরদারিতে রয়েছে।