যুক্তরাষ্ট্র ৫০০ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানোর প্রস্তুতি

টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রশাসন বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের দেশে ফিরিয়ে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এর আওতায় বাংলাদেশের নাগরিকদেরও অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে ফেরত পাঠানো হচ্ছে।

কূটনৈতিক সূত্র থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রে বৈধ থাকার কাগজপত্র না থাকায় বাংলাদেশের ৪০০ থেকে ৫০০ নাগরিককে দেশে ফেরত পাঠানোর জন্য ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। যদি তারা আইনি সুরক্ষা না নিতে পারে, তবে তাদের সবাইকেই দেশে ফিরিয়ে আনা হতে পারে।

ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বিষয়ে আলোচনা করেছে। মন্ত্রণালয়ের বৈঠকগুলোতে উপস্থিত কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এই অবৈধ নাগরিকদের ফেরত পাঠাতে শুরু করেছে এবং প্রতি সপ্তাহে ৬-৭ জন বাংলাদেশি ফিরিয়ে আনা হচ্ছে।

এই প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যেকোনো দেশেই বৈধ কাগজপত্র না থাকা ব্যক্তির বিরুদ্ধে সরকারের নীতিগত সিদ্ধান্ত একই রকম। তিনি আরও বলেন, অবৈধভাবে বিদেশে অবস্থানকারী নাগরিকদের ফিরিয়ে না নিতে পারলে বৈধভাবে বিদেশে গিয়ে কাজ বা ভ্রমণ করা মানুষদের সমস্যার সম্মুখীন হতে হবে, যা অগ্রহণযোগ্য।

অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য চিহ্নিত ব্যক্তির বৈধ পাসপোর্ট থাকলে তাদের বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হচ্ছে। যদি কোনো ব্যক্তির পাসপোর্ট না থাকে, তবে বাংলাদেশের মিশন তাদের যাচাই করে প্রয়োজনীয় ভ্রমণ পারমিট প্রদান করে। ফেরত আসা নাগরিকদের ঢাকায় বিমানবন্দরে গ্রহণ করার পর প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে তাদের গন্তব্যে পৌঁছানো হবে।