বাজারে সবজির দাম সহনীয়, বেগুন-লেবুর দাম চড়া

টুইট ডেস্ক: রাজধানীর বাজারে রমজানের প্রথম দিনে বেগুনের দাম ছিল ১০০ টাকা কেজি। তবে এখন তা কিছুটা কমে ৮০ টাকায় নেমেছে। অন্যদিকে, লেবুর দাম এখনও বেশি, প্রতি হালি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। যদিও অন্যান্য সবজির দাম তুলনামূলকভাবে ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে।

শুক্রবার (৭ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঝিঙা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, করলা ১২০, ক্ষীরা ৫০, শসা ৪০, পটল ১২০, পেঁপে ৪০, আর ঢেঁড়সের দাম ১০০ টাকা প্রতি কেজি। টমেটোর দাম সবচেয়ে কম, প্রতি কেজি মাত্র ২০ টাকা।

এছাড়া, কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা কেজি, ভালো মানের লেবু প্রতি হালি ৮০ থেকে ১০০ টাকায় এবং ধনেপাতা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। শান্তিনগর বাজারে বাজার করতে আসা ক্রেতারা বলছেন, রমজান এলেই নির্দিষ্ট কিছু পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। আজকের বাজারে দাম তুলনামূলক কম, তবে বেগুন ও লেবুর দাম অনেক বেশি। প্রতিবছর এই পণ্যের দাম বাড়ে, অথচ আগে থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। বাজারে বেশিরভাগ সবজির দাম সহনীয় থাকলেও, বেগুন আর লেবুর দাম বেশি। নিয়মিত বাজার মনিটরিং থাকলে এসব সমস্যা হতো না।

বিক্রেতারাও বলছেন, মৌসুমের শেষ দিকে থাকায় কিছু পণ্যের দাম বেশি, তবে অন্যান্য সবজির দাম স্থিতিশীল। এখন সবজির দাম ২০ থেকে ৫০ টাকার মধ্যেই রয়েছে, শুধু বেগুন আর লেবুর দাম বেশি। চাহিদা বেশি থাকায় দামও বেশি।

বাজার মনিটরিং বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। তবে ব্যবসায়ীদের দাবি, চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করেই মূলত এসব পণ্যের দাম নির্ধারিত হয়।