ছাত্রদের বিক্ষোভে নড়েচড়ে বসলো রাজশাহীর প্রশাসন, ওসি বদলি!

থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

টুইট ডেস্ক: রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলাকারী এক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগে বোয়ালিয়া মডেল থানা ঘেরাওয়ের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদকে বদলি করা হয়েছে। তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

ওসির বদলির আদেশ

বুধবার (৬ মার্চ) আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি কার্যকর করা হয়। একই সঙ্গে নগর বিশেষ শাখার (সিটি এসবি) পরিদর্শক মোস্তাক আহমেদকে বোয়ালিয়া থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

থানা ঘেরাওয়ের কারণ

এর আগে মঙ্গলবার (৫ মার্চ) রাতে একদল ক্ষুব্ধ জনতা বোয়ালিয়া মডেল থানা ঘেরাও করেন। তাদের অভিযোগ, ছাত্র-জনতার মিছিলে হামলা করা এক ব্যক্তিকে তারা ধরে পুলিশের কাছে হস্তান্তর করলেও, তাকে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। বরং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে আদালতে চালান দেওয়া হয়।

ওই আসামি সেদিনই জামিন পেয়ে মুক্তি পান। এতে জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। বিক্ষুব্ধ জনতা পুলিশের গাফিলতিকে দায়ী করে দ্রুত ওই আসামির পুনরায় গ্রেপ্তারের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আশ্বাস দেয় যে, অভিযুক্ত ব্যক্তিকে পুনরায় গ্রেপ্তার করা হবে।

প্রশাসনিক ব্যাখ্যা

ঘটনার পরদিনই ওসি মেহেদী মাসুদকে থানার দায়িত্ব থেকে সরিয়ে ডিবি বিভাগে বদলি করা হয়। তবে এটি ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা, নাকি প্রশাসনিক সিদ্ধান্ত—এ বিষয়ে আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘আসলে বিষয়টা ঠিক ওই রকম না। প্রশাসনিক কারণে বদলিটা হয়েছে। যে কর্মকর্তা যেখানে ভালো কাজ করবেন, তাকে সেখানেই দেওয়া হয়।’

সাম্প্রতিক পরিস্থিতি

বদলির পর এলাকার পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, ছাত্র-জনতার দাবি পূরণ হয়েছে কি না তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। জনসাধারণ ও স্থানীয় রাজনৈতিক মহল এখন নজর রাখছে, অভিযুক্ত ব্যক্তি পুনরায় গ্রেপ্তার হন কি না এবং পুলিশের ভূমিকা কতটা স্বচ্ছ থাকে।