পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল পৌঁছাল চট্টগ্রাম বন্দরে

টুইট ডেস্ক: সরকারি উদ্যোগে আমদানি করা ২৬ হাজার ২৫০ টন চালের প্রথম চালান নিয়ে পাকিস্তান থেকে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে জাহাজটি বন্দরের কনটেইনার টার্মিনালে নোঙর করে। বন্দরের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে রাতেই চাল খালাস শুরু হবে।

স্বাধীনতার পর এবারই প্রথম বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় (জিটুজি) সরাসরি বাণিজ্যিক লেনদেন চালু হলো।

খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দপ্তরের তথ্য অনুযায়ী, পাকিস্তান থেকে ৫০ হাজার টন আতপ চাল আমদানির লক্ষ্যে গত ১৪ জানুয়ারি দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চুক্তিটি বাংলাদেশ খাদ্য অধিদপ্তর ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবদুল খালেক।

এই চুক্তির আওতায় প্রথম চালানের জাহাজটি ৪ মার্চ রাত ২টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে এবং পরদিন ৫ মার্চ দুপুর ২টায় বন্দরের সিসিটি-১ টার্মিনালে নোঙর করে।