গুলশানে তল্লাশির নামে তছনছ ও লুটপাটের চেষ্টায় তিনজন গ্রেফতার
টুইট ডেস্ক: রাজধানীর গুলশানে তল্লাশির নামে একটি ফ্ল্যাটে ঢুকে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—শাকিল খন্দকার (২৪), তার বাবা জুয়েল খন্দকার (৪৮) ও শাকিল আহমেদ (২৮)।
গুলশান থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ মার্চ) রাত ১১:৫০ দিকে গুলশান-২ এর রোড নং ৮১-এর ৮/আই নম্বর ভবনের চতুর্থ তলায় সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর ফ্ল্যাটে একদল লোক দরজা ভেঙে ঢোকে। তারা বাসাটিতে বিপুল পরিমাণ অর্থ ও অবৈধ অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে এমন গুজব ছড়িয়ে তল্লাশির নামে ভাঙচুর চালায় এবং লুটপাটের চেষ্টা করে।
পরবর্তীতে বাসার কেয়ারটেকার আব্দুল মান্নান জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে রাত ১২:৩০ মিনিটের দিকে গুলশান থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেন।
এই ঘটনায় কেয়ারটেকার আব্দুল মান্নান বাদী হয়ে গ্রেফতারকৃত তিনজনসহ অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত শাকিল আহমেদ আগে ওই বাসার কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।
তিনি জানান, সেখানে ২০০-৩০০ কোটি টাকা লুকিয়ে রাখা হয়েছে— এমন তথ্য দিয়েই মূলত এই ঘটনা ঘটানো হয়। তবে পুলিশের ভাষ্যমতে, আসামিদের মূল উদ্দেশ্য ছিল লুটপাট।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।