দুর্ধর্ষ ছিনতাইকারী শরীফ গ্রেফতার

টুইট ডেস্ক: চুরি, ছিনতাই ও ডাকাতিসহ ৯ মামলার পলাতক আসামি মো. শরীফ (২৩) কে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

সোমবার (৩ মার্চ) বিকেলে শাপলা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শরীফ এক দম্পতির ওপর হামলা চালিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। চিৎকার শুনে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে ধাওয়া করে গ্রেফতার করে।

শরীফের বিরুদ্ধে ডিএমপির পল্টন, মুগদা ও রমনা থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির সাতটি মামলা রয়েছে।

মতিঝিল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।