রিকশাচালকে পেটানো সেই সমাজসেবা কর্মকর্তা সাসপেন্ড
টুইট ডেস্ক: রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল সম্প্রতি এক রিকশাচালককে জুতা ও লাঠি দিয়ে মারধর করার ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন।
গত ২ ফেব্রুয়ারি দুপুরে ঘটে যাওয়া এই ঘটনার সিসিটিভি ফুটেজ ২৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
ভিডিওতে দেখা যায়, জাহিদ হাসান রিকশা থেকে নেমে ৩০ টাকা ভাড়া দেন। রিকশাচালক ভাড়া ঠিক করে নেওয়ার অনুরোধ করলে কথাকাটাকাটির একপর্যায়ে জাহিদ হাসান পায়ের জুতা খুলে রিকশাচালকের মাথা ও গালে আঘাত করেন। পরে তিনি গাড়ি থেকে লাঠি এনে রিকশাচালককে মারধর করেন এবং চলে যেতে বলেন।
ঘটনার পর জাহিদ হাসান মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে পবা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে খোলা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি লেখেন, রিকশাচালক অতিরিক্ত ১০০ টাকা দাবি করেন লুঙ্গি কেনার জন্য, যা তিনি দিতে অস্বীকৃতি জানান। রিকশাচালক তাঁকে ‘লাট সাহেব’ বলে গালি দিলে তিনি মারধর করেন, যা তাঁর মতে অন্যায় হয়েছে।
এ ঘটনায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজকে তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর জাহিদ হাসান তাঁর ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে ঘটনার জন্য অনুতপ্ত বলে উল্লেখ করেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ জাহিদ হাসান রাসেলকে সাময়িক বরখাস্ত করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানা গেছে।