৬ ডিসেম্বর হতে ৪৮ ঘন্টা অবরোধের ডাক বিএনপির
টুইট ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের দাবিতে ফের সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি।
পাশাপাশি আগামী রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
সোমবার (৪ ডিসেম্বর) বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী জানান, আগামী বুধবার (৬ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সারাদেশে সর্বাত্মক ৪৮ ঘণ্টা অবরোধ পালন করবে বিএনপি। পাশাপাশি আগামী রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সারাদেশে জেলা শহরে মানববন্ধনের ডাক দিয়েছেন তিনি।