পুলিশের ১২৪ কর্মকর্তার একযোগে বদলি
টুইট ডেস্ক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১২৪ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
সোমবার (৩ মার্চ ২০২৫) পুলিশ সদর দপ্তর থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১১৭ জন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। এর মধ্যে সহকারী পুলিশ সুপার থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১০১ জন অতিরিক্ত পুলিশ সুপারও রয়েছেন।
বদলি হওয়া কর্মকর্তাদের ডিএমপি, এসবি, সিআইডি, র্যাব, জেলা পুলিশ, পুলিশ সদর দপ্তর, পিবিআই, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পক্ষে অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) খন্দকার শামিমা ইয়াছমিন প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।
সরকার পরিবর্তনের পর পুলিশ বাহিনীতে রদবদলের ধারাবাহিকতায় এর আগেও কয়েক দফায় বড় রদবদল হয়েছে।