সংস্কার উদ্যোগের প্রশংসা: রোহিঙ্গা সংকটে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ
টুইট ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সমর্থন জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রোহিঙ্গা সংকট মোকাবিলায় এ বছর ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে।
এই তহবিল বাংলাদেশের স্বাগতিক সম্প্রদায় ও মিয়ানমারের সংঘাতকবলিত বিশেষত রাখাইন রাজ্যের সহিংসতার শিকার মানুষের সহায়তায় ব্যয় হবে।
সোমবার (৩ মার্চ) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন ইইউ কমিশনার ফর ইকুয়ালিটি, প্রিপারেডনেস অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট হাদজা লাহবিব।
রোহিঙ্গা সংকট ও আন্তর্জাতিক সমর্থন
বৈঠকে রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী প্রকৃতি ও মানবিক পরিস্থিতির অবনতির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইইউ কমিশনার। তিনি বলেন, ‘‘সংকটের একমাত্র সমাধান শান্তি। আমাদের মানবসৃষ্ট দুর্যোগসহ সব বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।’’
অন্যদিকে, অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, ‘‘এই সংকট কয়েক বছর ধরে সমাধানহীন অবস্থায় রয়েছে। জাতিসংঘের মহাসচিব আসছেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছি।’’
জ্বালানি, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা
ঘণ্টাব্যাপী বৈঠকে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি, বন্যা ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি সংযোগ নিয়ে আলোচনা হয়।
অধ্যাপক ইউনূস নবায়নযোগ্য শক্তির ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘‘নেপাল ও ভুটান আমাদের নবায়নযোগ্য শক্তি বিক্রির আগ্রহ প্রকাশ করেছে। ইইউ যদি সমর্থন করে, তাহলে এটি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাবে।’’
বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন ইইউ কমিশনার। তিনি বলেন, ‘‘ইইউ বাংলাদেশের সঙ্গে দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর কৌশল বিনিময়ে আগ্রহী।’’
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও ইইউর সমর্থন
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করে ইইউ কমিশনার বলেন, ‘‘আপনারা একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সময় পার করছেন। পরিবর্তন আনতে গেলে সবসময় প্রতিরোধ থাকে, তবে আমরা আপনাদের পাশে আছি।’’
প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী ডিসেম্বরের মধ্যেই ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।