বিভক্ত হলে দুর্বল হবে পশ্চিমা বিশ্ব: ইতালির প্রধানমন্ত্রী
ইউক্রেন ইস্যুতে বিভক্তি নয়, সংহতির ডাক
পশ্চিমা বিশ্বকে বিভক্ত হতে দেওয়া যাবে না: ইতালির প্রধানমন্ত্রী
বিশ্ব ডেস্ক: ইউক্রেন সংকট নিয়ে পশ্চিমা বিশ্ব বিভক্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে, যা এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ—এমনটাই মনে করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
রোববার (২ মার্চ) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ডাউনিং স্ট্রিটে বৈঠকের সময় এ মন্তব্য করেন মেলোনি।
আজ লন্ডনে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা নিয়ে একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই দ্বিপাক্ষিক আলোচনায় বসেন মেলোনি ও স্টারমার। সেখানে মেলোনি বলেন, “এই গুরুত্বপূর্ণ সময়ে পারস্পরিক সমন্বয় ও যোগাযোগ রাখা জরুরি।”
ইতালির প্রধানমন্ত্রী আরও বলেন, “আমাদের লক্ষ্য এক—ইউক্রেনে ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা। তবে এ মুহূর্তে পশ্চিমা বিশ্বের বিভক্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
বৈঠকে স্টারমারকে উদ্দেশ করে মেলোনি বলেন, “এই সংকট মোকাবিলায় যুক্তরাজ্য ও ইতালি গুরুত্বপূর্ণ সেতুবন্ধনকারী ভূমিকা পালন করতে পারে। আমি মার্কিন ও ইউরোপীয় নেতাদের মধ্যে একটি বৈঠকেরও প্রস্তাব দিচ্ছি। বিভক্ত হয়ে গেলে আমরা সবাই দুর্বল হয়ে পড়ব।”
এদিকে স্টারমারও মেলোনির সঙ্গে আলোচনার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, “গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমি মুখিয়ে ছিলাম, কারণ আমরা একই দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো দেখি।”