মার্চে ছুটির হিড়িক: রমজান, ঈদ ও জাতীয় দিবসে টানা ছুটি

টুইট ডেস্ক: বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় ২ মার্চ (রোববার) থেকে শুরু হয় সিয়াম সাধনার মাস। এবারের রমজান ও মার্চ মাসের মধ্যে দারুণ মিল থাকায় সরকারি ছুটিও থাকছে বেশ কয়েকদিন।

ঈদুল ফিতরের ছুটির একটি অংশ মার্চেই পড়েছে, পাশাপাশি রয়েছে আরও বেশ কিছু সরকারি ও ঐচ্ছিক ছুটি।

সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি

২৬ মার্চ – স্বাধীনতা ও জাতীয় দিবস

২৮ মার্চ – শবেকদর ও জুমাতুল বিদা

২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল – ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিন ছুটি (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)

ঐচ্ছিক ছুটি

৫ মার্চ – খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভস্ম বুধবার

১৪ মার্চ – হিন্দু ধর্মাবলম্বীদের দোলযাত্রা

২৭ মার্চ – হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব

শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি

রমজান ও ঈদুল ফিতরসহ অন্যান্য ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রায় ৪০ দিন বন্ধ থাকবে।

২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র-শনিবারের ছুটি থাকায় শেষ ক্লাস হয়েছে ২৭ ফেব্রুয়ারি। এরপর ২ মার্চ থেকে শুরু হয়ে ৮ এপ্রিল পর্যন্ত একটানা ছুটি থাকবে।

এছাড়া ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, ফলে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র রয়েছে, সেখানে ২ মাস ১০ দিনের দীর্ঘ বন্ধ থাকবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, পরীক্ষার সময় বাদে স্কুল-কলেজগুলো চাইলে নিজস্ব ব্যবস্থাপনায় ক্লাস নিতে পারবে। তবে, অভিভাবক ঐক্য ফোরাম ২০ রমজান পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার দাবি জানিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে।

সব মিলিয়ে, সরকারি ছুটির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর লম্বা ছুটির কারণে মার্চ মাসে ছুটির আমেজ থাকবে সারাদেশে।