ধর্ষণ-ছিনতাই-ডাকাতি বন্ধে বড় আন্দোলনের আহ্বান: উপদেষ্টা শারমীন

টুইট ডেস্ক: নারী নির্যাতন, ধর্ষণ, ছিনতাই ও ডাকাতি বন্ধ করতে বৃহৎ আন্দোলনের প্রয়োজন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, “যত বড় আন্দোলন দিয়ে আমরা ফ্যাসিজম রুখেছি, তেমনই শক্তিশালী আন্দোলন করে সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হবে।”

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা শারমীন বলেন, “কিছু মানুষ সত্যতা নিয়ে কাব্য করে, এতটাই করে যে সত্যটাই হারিয়ে যায়। কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম সরাসরি সত্য প্রকাশ করেছে।

গত ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন, দুর্নীতি ও অন্যায় তারা আঙুল তুলে দেখিয়ে দিয়েছে। এই ঐক্যবদ্ধ স্পৃহা থাকায় আমরা নতুন বাংলাদেশের জন্ম দিতে পেরেছি।”

তিনি আরও বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে, সেটিকে ব্যর্থ প্রমাণ করার জন্য একটি মহল অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টা রুখে দেওয়া আমাদের সকলের দায়িত্ব।”

শারমীন এস মুরশিদ বলেন, সারাদেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে হবে।

যেভাবে তরুণদের আন্দোলনে ফ্যাসিজম হটানো সম্ভব হয়েছে, ঠিক সেভাবে সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাইকারীদের নির্মূল করা সম্ভব।

আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিক সমাজকেও অপরাধ দমনে উদ্যোগী হতে হবে।

তিনি বলেন, “যদি তরুণরা সংঘবদ্ধভাবে এক হয়ে দাঁড়ায়, তাহলে বাংলাদেশকে সত্যিকারের শান্তিপূর্ণ ও নিরাপদ রাষ্ট্রে পরিণত করা সম্ভব।”