লেবাননের পার্লামেন্টে আস্থা ভোটে নতুন সরকার অনুমোদিত
বিশ্ব ডেস্ক: লেবাননের পার্লামেন্ট আস্থা ভোটের মাধ্যমে দেশটির নতুন সরকারকে অনুমোদন দিয়েছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাতে পার্লামেন্ট অধিবেশনে নতুন প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের নেতৃত্বে গঠিত সরকারকে এই অনুমোদন দেওয়া হয়।
পার্লামেন্টের ১২৮ সদস্যের মধ্যে ৯৫ জন নাওয়াফ সালামের পক্ষে ভোট দেন।
আস্থা ভোটের পর দেওয়া ভাষণে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাবেক প্রধান নাওয়াফ সালাম লেবাননের অর্থনৈতিক সংস্কার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা শুরুর প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “আমরা এমন এক রাষ্ট্র চাই, যেখানে যুদ্ধ ও শান্তির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে।”
তার এই বক্তব্যের মাধ্যমে লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর প্রতিরক্ষা ভূমিকা পুনর্মূল্যায়নের ইঙ্গিত পাওয়া গেছে। ইসরায়েলের সঙ্গে ১৪ মাসের সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার পর হিজবুল্লাহর জন্য নতুন বাস্তবতা তৈরি হয়েছে লেবাননে।
লেবাননের আলজাজিরা প্রতিনিধি জানান, নতুন সরকার হিজবুল্লাহকে দেশটির সামরিক বাহিনীর বাইরে কোনো বৈধ সশস্ত্র গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে চায় না। এতে দেশটিতে “হিজবুল্লাহ-পরবর্তী যুগের সূচনা” হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি লেবাননে নতুন সরকার গঠিত হয়।