রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই

টুইট ডেস্ক: রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা চালিয়ে এক মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান আহত হন। পরবর্তীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাঁধা গ্রামে এ ঘটনা ঘটে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ফরিদ শেখকে ৩১০ পিস ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।

পুলিশ ফরিদ শেখকে আটক করে গাড়িতে তোলার সময় তার পরিবারের সদস্যরা অতর্কিতে হামলা চালায়। বাধ্য হয়ে পুলিশের সদস্যরা ফরিদের হাতকড়া খুলে দেন। এসময় বাঁশ দিয়ে পিটিয়ে এসআই ওয়াহিদুল হাসানকে আহত করা হয়।

পুলিশের পাল্টা অভিযান ও গ্রেফতার

পরবর্তীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। তারা হলেন-ফরিদের ভাই আবুল কালাম আজাদ ওরফে পিনু শেখ (৪৭), ফরিদের স্ত্রী সেফালী বেগম (৪৩), ফরিদের ভাই মিন্টু শেখ (৫৫), ইদ্রিস শেখের স্ত্রী নাসিমা বেগম (৩৫), রফিক শেখের স্ত্রী শিমু বেগম (২০), মৃত আবুল হোসেনের স্ত্রী সোহাগী বেগম (২৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, “ফরিদ শেখকে আটকের সময় তার পরিবারের নারী-পুরুষ সবাই পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই ওয়াহিদুল হাসান আহত হন। তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।”

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, “ফরিদ শেখ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক ফরিদ শেখ ও তার স্ত্রীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।