রাজধানীতে যৌথবাহিনীর অভিযান: কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ৫১
টুইট ডেস্ক: রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে। এতে কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীসহ মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে। এরই অংশ হিসেবে, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিট, র্যাব ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
রাজধানীর মোহাম্মদপুর-আদাবর, আজিমপুর, ঢাকা কলেজ এলাকা, খিলক্ষেত, উত্তরা, আবদুল্লাপুর বাসস্ট্যান্ড, দক্ষিণখান ও নিকুঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় কামরাঙ্গীরচরের ডাকাতি ও ছিনতাই চক্রের মূলহোতা কিশোর গ্যাং ‘কুট্টি গ্রুপ’ এর নেতা রাসেল ও তার সহযোগী ব্রাদার বুশ (সাব্বির)-সহ বেশ কয়েকজন কিশোর অপরাধী ধরা পড়ে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
সেনাবাহিনী সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদানের অনুরোধ জানিয়েছে। দেশের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।