জামালপুরে চার ইউপি চেয়ারম্যান গ্রেফতার
টুইট ডেস্ক: জামালপুরের মেলান্দহে একসঙ্গে চার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সায়েদুর রহমান। তারা সবাই আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত চার ইউপি চেয়ারম্যান উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে ফেরার সময় উপজেলা পরিষদ চত্বর থেকেই তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা, নির্যাতন ও নাশকতার অভিযোগ রয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।