দক্ষিণ আফ্রিকায় নিগারদের স্মরণীয় জয়
খেলা ডেস্ক : দেড়শ রানের লক্ষ্য তাড়ায় ৯ ওভারে দক্ষিণ আফ্রিকার রান বিনা উইকেটে ৬৮। ম্যাচ অনেকটাই তাদের মুঠোয়। সেখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াল দারুণভাবে। স্মরণীয় এক জয়ে শুরু করল সিরিজ।
বেনোনিতে প্রথম টি-টোয়েন্টিতে রোববার দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে বাংলাদেশের জয় ১৩ রানে।
এই সংস্করণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ ম্যাচে বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় জয় এটি, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম। এর আগে ২০১২ সালে মিরপুরে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।
এবারের জয়ের নায়ক লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার। ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথমবারের মতো তিনি ৫ উইকেট নেন ২৮ রান দিয়ে।
ব্যাট হাতে বড় অবদান রাখেন মুর্শিদা খাতুন। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৫৯ বলে ৬ চার ও এক ছক্কায় অপরাজিত ৬২ রান করেন তিনি। ২১ বলে ৬ চারে অপরাজিত ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা।
২০ ওভারে বাংলাদেশ ২ উইকেটে করে ১৪৯ রান। জবাবে শক্ত অবস্থানে থেকে পথ হারিয়ে দক্ষিণ আফ্রিকা করতে পারে ৮ উইকেটে ১৩৬।
পরপর দুই দিনে দারুণ দুটি উপলক্ষ এলো বাংলাদেশের ক্রিকেটে। শনিবার সিলেটে ছেলেদের ক্রিকেটে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পায় নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলামদের হাত ধরে।