এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার: সারজিস
নাহিদকে নিয়ে সারজিস আলমের পোস্ট
টুইট ডেস্ক: নাহিদ ইসলামের পদত্যাগের পরপরই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সারজিস আলম তাকে স্বাগত জানিয়ে একটি ফেসবুক পোস্ট দেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১২ মিনিটে দেওয়া পোস্টে তিনি নাহিদ ইসলামকে ট্যাগ করে লেখেন, “এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।”
এটি ইঙ্গিত দিচ্ছে যে, নাহিদ ইসলাম এবং সারজিস আলম একসঙ্গে রাজনৈতিকভাবে সক্রিয় হতে পারেন।
নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে
নাহিদ ইসলামের পদত্যাগের পর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার নতুন দলের আত্মপ্রকাশ এখন সময়ের ব্যাপার মাত্র। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আগামী শুক্রবার ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
নাহিদ ইসলামের রাজনৈতিক পথচলা
নাহিদ ইসলাম প্রথম পরিচিতি পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনের সময়। তিনি তখন মুখপাত্রের দায়িত্ব পালন করেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয় এবং ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেখানে নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই নতুন দলে মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর নাম উঠে আসছে।
রাজনৈতিক অঙ্গনে নতুন মোড়
নাহিদ ইসলামের পদত্যাগ এবং সম্ভাব্য নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মোড় আনতে পারে। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এই নেতা ভবিষ্যতে কীভাবে রাজনৈতিক গতিপথ নির্ধারণ করেন, সেটিই এখন দেখার বিষয়।