আবরার হত্যার ফাঁসির আসামি পালানোর খবরে উত্তাল বুয়েট

টুইট ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগার থেকে পলায়নের খবরে বুয়েট ক্যাম্পাসে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

রাত সাড়ে ১১টায় বুয়েটের শহীদ মিনার থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করেন। মিছিলটি পলাশী মোড়, ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা ‘আবরার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’ এবং ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, “আবরার হত্যার পর অনেক আন্দোলন-সংগ্রামের পর একজনের ফাঁসির রায়ের পর আমরা অপেক্ষায় ছিলাম এ রায় কার্যকর হলে আমরা একটু হলেও শান্তি পাবো। আর এ মুহূর্তে এসে এ আসামির পালিয়ে যাওয়ার খবর আমাদের জন্য হতাশাজনক।”

কারা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জান্নাত-উল ফরহাদ জানান, মুনতাসির আল জেমি গত বছরের ৬ আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ২০২ জন বন্দির সঙ্গে পালিয়ে যান, যাদের মধ্যে ৮৭ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন। এ ঘটনায় ১৫ আগস্ট কোনাবাড়ী থানায় মামলা দায়ের করা হয় এবং এখন পর্যন্ত ৩৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্তসহ ৫১ জন বন্দিকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মুনতাসির আল জেমিকে দ্রুত গ্রেপ্তার করে তার ফাঁসি কার্যকর করার দাবি জানান। পাশাপাশি তারা কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ ঘটনার জন্য দায়ী করে এবং পলায়নে সহায়তাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।