ঢাবিতে ‘বিপ্লবী ছাত্রশক্তি’র আত্মপ্রকাশ আজ

টুইট ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নতুন ছাত্রসংগঠন ‘বিপ্লবী ছাত্রশক্তি’-এর আত্মপ্রকাশ হতে পারে আজ মঙ্গলবার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এই সংগঠনটি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত হচ্ছে।

‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানকে সামনে রেখে ঢাবির ঐতিহাসিক মর্ধুর ক্যান্টিনে-এক ঘোষণার মাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হতে পারে।

ইতোমধ্যেই সংগঠনের ঘোষণাপত্র তৈরি এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে।

সংগঠনের কাঠামো সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও ঢাবি আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাত জানিয়েছেন, নতুন কমিটিতে আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য-সংগঠক এই চারটি প্রধান পদ রাখা হবে। তবে কমিটিতে কতজন সদস্য থাকবে, তা নিয়ে এখনো আলোচনা চলছে।

এ বিষয়ে আন্দোলনের আরেক সমন্বয়ক মাহিন সরকার জানান, মঙ্গলবারের মধ্যেই চূড়ান্ত কমিটি ও সংগঠনের নাম ঘোষণা করা হতে পারে। এখন পর্যন্ত ‘বিপ্লবী ছাত্রশক্তি’ নামটিই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা নতুন ছাত্রসংগঠন গঠনের ইঙ্গিত দিয়েছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে এই নতুন সংগঠনের আত্মপ্রকাশ ছাত্রসমাজের মধ্যে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।