ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ ভোটারের স্বাক্ষরে গরমিল, ওলিওর মনোনয়নপত্র বাতিল
টুইট ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সদ্য পদত্যাগকারী সাবেক চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান ওলিওর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটানিং কর্মকর্তা মো. শাহগীর আলম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এসে মদের পক্ষে কথা বলে আলোচনায় ছিলেন তিনি।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিজ কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে এক পার্সেন ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় ফিরোজুর রহমান ওলিওর মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন তিনি।
এ ব্যাপারে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, আগামীকাল ৪ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন বাতিলের বিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে আপিল করার সুযোগ পাবেন।
অপরদিকে মনোনয়ন বাতিল হওয়ার পর লায়ন ফিরোজুর রহমান ওলিও জানান, তার মনোনয়নপত্রটি উদ্দেশ্যমূলকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন বরাবর আবেদন করবেন। তিনি আইনিভাবে যা যা করার সবই করবেন।