বগুড়ায় অধ্যক্ষ অবরুদ্ধ, পুলিশ-সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার
টুইট ডেস্ক: বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহাদৎ হোসেনের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষার্থীরা রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে।
শিক্ষার্থীরা অভিযোগ করে, প্রতিষ্ঠানটির বেতন ও সেশন ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়েছে। এই অভিযোগ নিয়ে তারা প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। পরে বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
বিকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে পাঠানো প্রতিনিধি সমাধানের জন্য এগিয়ে এলেও শিক্ষার্থীরা তাকে ফিরিয়ে দেয়।
পরিস্থিতি জটিল হয়ে উঠলে বিকাল থেকে শিক্ষার্থীরা সরাসরি অধ্যক্ষের কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় অধ্যক্ষকে উদ্ধার করা হয়। এসময় শিক্ষার্থীদের একটি পক্ষ অধ্যক্ষের সমর্থনে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে পুলিশ ও অভিভাবকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অধ্যক্ষ শাহাদৎ হোসেন সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়। জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে সমস্যার সমাধান করা হবে।”
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন জানান, “বিধি অনুযায়ী প্রতিষ্ঠানের বেতন ও সেশন ফি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় স্থানীয় প্রশাসন ও অভিভাবক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন।