ধামরাইয়ে প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতাকে হত্যা, স্ত্রীর উদ্বেগজনক বর্ণনা
টুইট ডেস্ক: ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকায় প্রকাশ্যে এক যুবদল নেতাকে চোখ উপড়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঘটিত এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মোহাম্মদ বাবুল, যিনি কুল্লা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের দুই বারের সদস্য ছিলেন।
নিহতের স্ত্রী ইয়াসমিন জানান, তিনি ও তার স্বামী বিকেলে আকসির নগর আবাসন প্রকল্পে সরিষা মাড়াই করছিলেন। এসময় সন্ত্রাসীরা তাদের ওপর আক্রমণ করে। বাবুলকে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে এবং চোখ উপড়ে ফেলে। তার বাবা ইদ্রিস আলী চেষ্টা করেন বাবুলের জীবন বাঁচাতে, কিন্তু সন্ত্রাসীরা তাকে মারধরও করে।
পরে আহত অবস্থায় বাবুলকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের সনাক্তপূর্বক দ্রুত গ্রেপ্তার করা হবে। বাবুলের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।