পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার
টুইট ডেস্ক: রাজধানীর পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ককটেলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি, একটি রামদা ও চারটি ককটেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ সোহেল হাওলাদার (২৯), মোঃ রাজা (৩২), মোঃ শাহাদাৎ হোসেন (৩৬), মোঃ আব্দুল মান্নান (২৯) ও মোঃ সুজন (৩০)।
পুলিশ জানায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১:১৫টায় শহীদ জিয়া কলেজের উত্তর পাশের রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। স্থানীয়দের সহায়তায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা সম্ভব হলেও আরও ৩-৪ জন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতির পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা সেখানে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।