ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

টুইট ডেস্ক: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে, অর্থাৎ ১২টা ১ মিনিটে, রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এর পরপরই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকরা শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর তিন বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার, বিজিবি, র‍্যাব, আনসার বাহিনীর মহাপরিচালকসহ (ডিজি) বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।