নাটোরে ছাত্রদল সভাপতি হলেন ছাত্রলীগ নেতা
টুইট ডেস্ক: নাটোরের সিংড়া উপজেলার কলম ডিগ্রি কলেজ ছাত্রদল কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শাকিল হোসেন, যিনি এর আগে কলম ইউনিয়ন ছাত্রলীগের উপক্রীড়া সম্পাদক পদে ছিলেন।
জেলা ছাত্রদল এই কমিটি ঘোষণা করার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, শাকিল হোসেন ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। তার ছাত্রলীগের পদে থাকার অফিসিয়াল প্যাডের কপি এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনা সামনে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে নবনিযুক্ত ছাত্রদল সভাপতি মো. শাকিল হোসেন বলেন, “আমার এলাকার একজন ছাত্রলীগের নেতা ছাত্রদলের কমিটিতে আমার নাম দিয়েছিল, বিষয়টি আমি জানতাম না। বিগত সময়ে এলাকাভিত্তিক রাজনীতির কারণে আমি ছাত্রলীগের একটি প্রোগ্রামে গিয়েছিলাম। সেই ছবি এখন ভাইরাল হয়েছে। তবে আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, এটি সবাই জানে।”
এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কেউ কেউ মনে করছেন, এটি ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের ফলাফল, আবার কেউ বলছেন, ছাত্রদল কমিটি গঠনের ক্ষেত্রে দায়িত্বশীলতার অভাব ছিল। অন্যদিকে, ছাত্রলীগ নেতারা বিষয়টি নিয়ে উপহাস ও কটাক্ষ করছেন।
একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা বলেন, “যে ব্যক্তি ছাত্রলীগের পদে ছিলেন, তিনি কীভাবে ছাত্রদলের সভাপতি হন? এটি বিএনপির সাংগঠনিক দুর্বলতারই প্রমাণ।”
অন্যদিকে, এক ছাত্রদল কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বহিরাগত কেউ কীভাবে আমাদের ছাত্রদলের কমিটিতে সভাপতি হয়? দলীয় আদর্শ রক্ষার জন্য কেন্দ্রীয় ছাত্রদলকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।”
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে সূত্র বলছে, দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় নেতারা।
প্রতিবাদ ও সমাধানের দাবি
এই ঘটনা বিএনপি ও ছাত্রদলের রাজনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছে। অনেকেই মনে করছেন, সংগঠনের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত ছিল।