রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। উদ্বোধনের পর উপাচার্য বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দুটো গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
মেলায় ৫০টিরও বেশি স্থানীয় ও ঢাকাস্থ প্রকাশক, বই বিপণন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও অনুষদ এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় রয়েছে লেখক-পাঠক আড্ডা, জুলাই স্মৃতি কর্ণার, মুক্তমঞ্চসহ নানা আকর্ষণীয় আয়োজন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
এই বইমেলা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে, যা শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে নতুন প্রাণ সঞ্চার করবে।