৪০তম বিসিএস পুলিশের প্রশিক্ষণরত ৬ জনের চাকরি বাতিল
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএস পুলিশ ব্যাচের ছয়জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, রাষ্ট্রপতির আদেশক্রমে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ। চাকরি থেকে অপসারিত সহকারী পুলিশ সুপারদের মধ্যে আছেন- আশরাফউজ্জামান, মানস কীর্ত্তনীয়া, শান্তু রায়, মো. সোহেল রহমান, কাজী ফাইজুল করীম এবং সঞ্জীব দেব।
প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এর ধারা (৬)(২)(এ) মোতাবেক তাদের অপসারণ করা হয়েছে।” এর পাশাপাশি, এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে বলে জানানো হয়।
বিসিএস পুলিশ ৪০তম ব্যাচে মোট ৭১ জন প্রশিক্ষণার্থী ছিলেন। তবে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ডিসেম্বরে ২৫ জনকে শোকজ করা হয়েছিল।
গত নভেম্বরে এই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের আয়োজন করার কথা ছিল, কিন্তু অনুষ্ঠানের আগের রাতে এটি হঠাৎ করে স্থগিত করা হয়। ফলে, এখনও সেই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়নি।