আজ জামায়াতের দেশব্যাপী বিক্ষোভ

টুইট ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে এই কর্মসূচি আয়োজনের কথা জানিয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার জানান, ঢাকা মহানগরীসহ দেশের সকল মহানগরী এবং জেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, “দীর্ঘ ১৩ বছর কারাবন্দি থাকা এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তার ওপর বারবার শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায়ও তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি।”

বিক্ষোভের মূল সমাবেশ রাজধানীর পল্টন মোড়ে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, ১৩ বছরের বেশি সময় ধরে আটক থাকা এটিএম আজহারুল ইসলামকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে বন্দি করা হয়। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের ছয় মাসের বেশি সময় পার হলেও তার মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি, যা “বিচারিক অবিচার ও মানবাধিকারের লঙ্ঘন”।

তিনি বলেন, “দেশবাসী আশা করেছিল স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এটিএম আজহারুল ইসলাম মুক্ত হবেন। কিন্তু এখনো তাকে কারাগারে আটকে রাখা হয়েছে, যা জাতির জন্য হতাশাজনক।”

তিনি আরও বলেন, “দেশের জনগণ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সচেতন। এটি শুধু জামায়াতের দাবি নয়, বরং সামগ্রিকভাবে জনগণের ন্যায়বিচারের দাবি। তাই এটিএম আজহারুল ইসলামের মুক্তির লক্ষ্যে দেশব্যাপী বিক্ষোভ সফল করতে দলের সকল নেতা-কর্মী ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাই।”

জামায়াতের এই বিক্ষোভ ঘোষণার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে প্রশাসন সতর্ক রয়েছে বলে জানা গেছে।