ফেসবুকভিত্তিক হরতাল, আতঙ্কের কিছু নেই: ডিএমপি কমিশনার
টুইট ডেস্ক: আওয়ামী লীগের ডাকা ১৮ ফেব্রুয়ারির হরতাল নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, এটি মূলত একটি ফেসবুকভিত্তিক কর্মসূচি, এবং আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার তেজগাঁও উপকমিশনার কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “এখন মিডিয়ার যুগ, যেকোনো দল চাইলে ফেসবুকে কর্মসূচি দিতে পারে। তবে জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের যথাযথ প্রস্তুতি রয়েছে।”
তিনি আরও বলেন, “গত দেড় মাসে আমরা একাধিকবার এ ধরনের কর্মসূচি সফলভাবে মোকাবিলা করেছি। তাই এবারও কোনো বিশৃঙ্খলা হবে না।”
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ২৮ জানুয়ারি তাদের ফেসবুক পেজে ১০ দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দেয়। তাদের কর্মসূচির মধ্যে ছিল:
– ১-৫ ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি
– ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ
– ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল
– ১৬ ফেব্রুয়ারি অবরোধ
– ১৮ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল
তবে সাম্প্রতিক সময়ে দলটির অনেক নেতা-কর্মী গ্রেপ্তার হওয়ায় ফিজিক্যালি কর্মসূচিতে অংশগ্রহণ কম দেখা গেছে। দলটি মূলত ফেসবুকে প্রচারণার মাধ্যমে কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
চলমান “অপারেশন ডেভিল হান্ট” প্রসঙ্গে ডিএমপি কমিশনার জানান, পুলিশের ভূমিকা এই অভিযানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে প্রায় ৫০০ জন গ্রেপ্তার হয়েছে এবং এর ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে।
এছাড়া, ঢাকায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নামায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের মূল সমস্যা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামা, যা ট্রাফিক ব্যবস্থা ব্যাহত করে। আমরা বারবার অনুরোধ করছি, দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বসে সমাধান করতে হবে।”
তিনি আরও জানান, মোহাম্মদপুর, আদাবর ও বসিলা এলাকায় ছিনতাই বেড়ে যাওয়ায় পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং ইতোমধ্যে পরিস্থিতির উন্নতি ঘটেছে।
ডিএমপি কমিশনারের বক্তব্য থেকে স্পষ্ট, ১৮ ফেব্রুয়ারির হরতাল ফেসবুকভিত্তিক কর্মসূচি মাত্র, যা নিয়ে আতঙ্কের কিছু নেই। সারাদেশে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সক্রিয় থাকবে।