৫০ দিনে ১৩০ অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী
টুইট ডেস্ক: গত ২৮ ডিসেম্বর থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ দিনে দেশের বিভিন্ন এলাকায় ১৩০টি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সেনাসদর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট (কর্নেল স্টাফ) কর্নেল মো. শফিকুল ইসলাম।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সময়ে ১৭২টি অবৈধ অস্ত্র ও ৫২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২,১৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বান্দরবানে শ্রমিক অপহরণের বিষয়ে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, প্রায় ২০ জন শ্রমিককে একটি গ্রুপ অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে সেনাবাহিনীর টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, দেশের কারখানাগুলো সচল রাখতে সেনাবাহিনী মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিল্পাঞ্চল পুলিশ, বিজিএমইএসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নিয়েছে। ফলে বর্তমানে দেশের ২,০৯৭টি পোশাক কারখানার মধ্যে বেক্সিমকো গ্রুপ, সাউদার্ন ডিজাইনার্স লিমিটেড, স্বাধীন গার্মেন্টস প্রাইভেট লিমিটেড ও সেলফ ইনোভেটিভ ফ্যাশন লিমিটেড ছাড়া বাকি সব কারখানা চালু রয়েছে।
শিল্পাঞ্চলের বাইরে সেনাবাহিনী গত এক মাসে ৪২টি বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, যার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ১৪টি, সরকারি সংস্থার অফিসসংক্রান্ত ৩টি, রাজনৈতিক কোন্দল ৯টি এবং অন্যান্য ১৬টি ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।