ভারত নিজেদের স্বার্থেই নেপাল থেকে জলবিদ্যুৎ আসতে দেবে: প্রধান উপদেষ্টা

টুইট ডেস্ক: বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি থামানো সম্ভব হবে না যদি ভৌগলিক সুবিধাগুলো যথাযথভাবে ব্যবহার করা যায়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসক এবং বিভিন্ন প্রশাসনিক সংগঠনের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আমরা ভৌগলিক অবস্থানের কারণে সুবিধাজনক অবস্থায় আছি। এই সুবিধা ব্যবহার করে প্রতিবেশীদের সঙ্গে কাজ করতে পারলে বাংলাদেশ একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চল হিসেবে দাঁড়িয়ে যেতে পারবে।”

তিনি নেপাল থেকে জলবিদ্যুৎ পাওয়ার প্রসঙ্গে বলেন, “নেপাল জলবিদ্যুৎ দিতে রাজি, আমরা নিতে রাজি। তবে মাঝখানে ভারতের ৪০ কিলোমিটার পথ বাধা হয়ে দাঁড়িয়ে আছে। আশা করি ভারত তাদের স্বার্থের কারণে এটি অনুমোদন দেবে। বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না।”

অর্থনৈতিক সম্পর্কের প্রসঙ্গে তিনি আরও বলেন, “বাংলাদেশের পণ্য নেপাল ও সেভেন সিস্টার্সে যাবে এবং প্রতিবেশীদের পণ্য আমাদের দেশে আসবে, এভাবেই আমাদের অর্থনীতি লাভবান হবে।”

এছাড়া, হতাশ হওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, “আমি হতাশ হই না, আমাদের মানুষের প্রতি কোনো সময় তাচ্ছিল্য ছিল, কিন্তু এখন তারা দেশের সম্পদ। আগামীতে এখান থেকে অনেক কর্মী নেওয়া হবে, এবং আমরা নিজেদের গড়ে তুলতে চাই।”