রাবিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

টুইট ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট বিভাগ ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি ১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ঘটে। ম্যানেজমেন্ট বিভাগের পরাজয়ের পর, তারা গণিত বিভাগের শিক্ষার্থীদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে, যা সংঘর্ষের সূত্রপাত। পরে, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা স্টেডিয়ামের গেট ভেঙে মাঠে প্রবেশ করলে আবারো সংঘর্ষের সৃষ্টি হয়।

এতে গণিত বিভাগের শিক্ষক ড. মো. জাকির হোসেনসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং ঘটনাটির তদন্ত শুরু করেছে।