শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে : ড. ইউনূস

টুইট‌ ডেস্ক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ড. ইউনূস বলেন, শেখ হাসিনার সরকার এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের শাস্তি এড়াতে দেওয়া হবে না। তিনি জানান, শেখ হাসিনা এবং তার কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের আওতায় আনা হবে।

ড. ইউনূস আরও বলেন, ভারতকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য নোটিশ পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনসহ প্রচুর প্রমাণ রয়েছে, যা তার অপকর্মের সাক্ষী।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে, তাদের বেশিরভাগই নিরাপত্তাবাহিনীর গুলিতে আহত হন। এ সময়ে অন্তত ১৩ হাজার ৫২৯ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ৩৯০ জন নারী।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, সাবেক সরকার, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস কর্মকাণ্ডে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল।