স্টারলিংক সেবা আনতে ইলন মাস্কের সঙ্গে ড. ইউনূসের আলোচনা

টুইট ডেস্ক: বাংলাদেশে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর সম্ভাবনা নিয়ে বিশ্বের শীর্ষ ধনী এবং স্পেসএক্স ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) একটি ভিডিও কলে এ আলোচনায় অংশ নেন ড. ইউনূস, যেখানে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, দুবাই থেকে ভিডিও কলে যুক্ত হয়ে ড. ইউনূস স্টারলিংকের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, গ্রামীণ জনগোষ্ঠী এবং সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য সাশ্রয়ী ইন্টারনেট সংযোগের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনায় উঠে আসে, কীভাবে স্টারলিংক দেশের ডিজিটাল বিভাজন কমাতে পারে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক খাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার তৈরির সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পায়।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে স্টারলিংকের সংযোগ ঘটানো হলে লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। এটি দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে এবং বাংলাদেশকে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।”

তিনি আরও উল্লেখ করেন, স্টারলিংক গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ পল্লী ফোনের সম্প্রসারিত অংশ হতে পারে, যা গ্রামের নারী ও তরুণদের বিশ্বব্যাপী সংযুক্ত করতে সহায়তা করবে।

আলোচনায় ইলন মাস্ক গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেলের প্রশংসা করেন এবং এর বৈশ্বিক দারিদ্র্য বিমোচনে ভূমিকার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের কার্যক্রম সম্পর্কে জানি। স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতি বাংলাদেশে উদ্ভাবন ও অর্থনৈতিক ক্ষমতায়নকে ত্বরান্বিত করতে পারে।”

ড. ইউনূস ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং স্টারলিংক সেবা চালুর বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। মাস্ক এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে।