অ্যাম্বুলেন্সে গাঁজা পরিবহণ; ৪৫ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার

টুইট‌ ডেস্ক: ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। একই সা‌থে চারজন মাদক কারবারি সদস্যকে গ্রেফতার করেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে, ডিবি-লালবাগ বিশেষ টিম বিকাল ৫টার দি‌কে চানখারপুল এলাকায় সাদা রঙের পুরাতন অ্যাম্বুলেন্সটি থামিয়ে তল্লাশি শুরু করে এবং গাঁজা উদ্ধার করে। এসময় অ্যাম্বুলেন্সে থাকা ৪জনকে গ্রেফতার ক‌রে।

গ্রেফতারকৃতরা হলো- ১. জোহরা বেগম (৩০), ২. মোঃ ফেরদৌস আকন্দ (৩২), ৩. মোঃ সোহাগ হোসেন মাতব্বর (৩৯), ৪. শাহাজালাল শেখ (৪০)।

গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে এটি ঢাকাসহ বিভিন্ন শহরে সরবরাহ করছিল। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ ৪০ হাজার টাকা বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় অ্যাম্বুলেন্সটি জব্দ করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।