মোহাম্মদপুরের ১১ বছরের মেয়েটির সংবাদ প্রচারে সংবেদনশীলতার অভাব: ইউনিসেফ
টুইট ডেস্ক: সম্প্রতি রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ১১ বছর বয়সী এক মেয়ে নিখোঁজ হয়েছিল। পরবর্তীতে তাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়।
এই ঘটনাটি দেশজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তবে, মেয়েটিকে নিয়ে সংবাদমাধ্যমের সংবাদ পরিবেশনে সংবেদনশীলতার অভাব ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।
সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে রানা ফ্লাওয়ার্স বলেন, “শিশুরা প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করবে, সেটা আশা করা ভুল। তাদের মস্তিষ্ক আবেগ, মনঃসামাজিক ও শারীরিক বিকাশের কাজে চলমান থাকে। তারা দুর্বল ও অসহায়। তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার ক্ষেত্রে সমাজে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “এই শিশুটিকে উদ্ধারের সময় যা যা ঘটেছে, তা গভীর উদ্বেগজনক। পুলিশের মাধ্যমে সুরক্ষিত ও বেষ্টিত থাকার পরিবর্তে তাকে ক্যামেরায় সবার সামনে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, যা তার মানসিক অবস্থাকে আরও নাজুক করে তুলেছে।”
রানা ফ্লাওয়ার্স বলেন, “আমাদের সবার পরিষ্কার ধারণা থাকা উচিত যে এই শিশুটি ভুক্তভোগী। তাকে আমাদের দোষারোপ করা বা তার ঘটনা নিয়ে চুলচেরা বিশ্লেষণের প্রয়োজন নেই। তার প্রয়োজন সুরক্ষা, গোপনীয়তা রক্ষা এবং নিজেকে সামলে নেওয়ার সুযোগ ও সহায়তা।”
ইউনিসেফের প্রতিনিধি সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “১১ বছর বয়সী শিশুটির এখন যা দরকার, তা হলো মানসিক ক্ষত থেকে সেরে ওঠার সময়, সুযোগ ও পরিবেশ। এটা তখনই সম্ভব যখন কর্তৃপক্ষ, সংবাদমাধ্যমসহ সবাই তার গোপনীয়তা রক্ষার অধিকারকে সম্মান করবে।”
উল্লেখ্য, গত রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুর এলাকা থেকে ১১ বছরের একটি মেয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে তাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়।
এই ঘটনাটি শিশু সুরক্ষা ও গোপনীয়তা রক্ষার গুরুত্ব সম্পর্কে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে।