মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে যৌন হয়রানির অভিযোগ ফেসবুকে ভাইরাল
টুইট ডেস্কঃ মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের এক পিয়ন এস: ইসলাম ও বাথরুমের মিস্ত্রি আব্দুল কু: বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে ফেসবুকে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। তারা প্রভাবশালী ও দুষ্ট প্রকৃতির হওয়ায় ছদ্দ নামে অভিযোগ করা হয়।
তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা স্কুলের নারী কর্মীদের সুদের টাকা ধার দিয়ে অতিরিক্ত লভ্যাংশ আদায়ে ব্যর্থ হলে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করেন। এছাড়া, তারা স্কুলের কেনাকাটার অর্থ ব্যবহার করে নারী কর্মীদের ঋণ দিয়ে একইভাবে যৌন হয়রানি করেন।
(ছদ্দ নাম) এস: ইসলাম ও আব্দুল কু: বয়স ৪০ বছরের ঊর্ধ্বে এবং তারা অবিবাহিত। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা স্কুলের নারী আয়া, ক্লিনার ও দারোয়ানদের টাকার বিনিময়ে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করেন। চক্ষুলজ্জার ভয়ে ভুক্তভোগীরা এ বিষয়ে মুখ খুলতে সাহস পান না।
এছাড়া, অভিযোগ রয়েছে যে, তারা দু-জনই প্রভাবশালী ব্যক্তিদের আশীর্বাদপুষ্ট হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করতে সাহস করেন না। এ কারণে, অভিভাবকরা তাদের মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং চান যে, সাইফুল ও কুদ্দুসকে মেয়েদের সেকশন থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তর করা হোক।
উল্লেখ্য, এর আগে এক সুইপারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। অভিভাবকরা চান না যে, এ ধরনের ঘটনা পুনরায় ঘটুক।
স্কুল কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, যাতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয় এবং অভিভাবকদের উদ্বেগ দূর হয়।
সূত্র : FB