পাকিস্তানের নৌ মহড়ায় বাংলাদেশ ও চীন
টুইট ডেস্ক: পাকিস্তানের আয়োজনে উত্তর আরব সাগরে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌ মহড়া ‘আমান-২৫’। এই মহড়ায় বাংলাদেশ, চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ মোট ৬০টি দেশের নৌবাহিনী অংশগ্রহণ করছে।
পাকিস্তানি বহুজাতিক নৌ মহড়া ‘আমান-২৫’-এ বাংলাদেশ, চীন ও রাশিয়াসহ ৬০টি দেশ
পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ মহড়ায় অংশ নেওয়া বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেন। তিনি বলেন, ‘আমান মহড়া’ শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকারকে প্রতিফলিত করে, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করে এবং অংশগ্রহণকারী নৌবাহিনীগুলোর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করে।
মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে নৌ-সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এই যৌথ মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘আমান-২৫’ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতার প্রতি দেশের প্রতিশ্রুতি প্রদর্শন করে। এ ধরনের মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের সক্ষমতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করতে সক্ষম হবে।
উল্লেখ্য, ‘আমান’ মহড়া প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক নৌবাহিনীর মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়।