শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যম্ত জনগণের পাশে থাকবো: সুলতানুল তারেক
নিজস্ব প্রতিবেদক: যতক্ষণ শরীরে শেষ রক্তবিন্দু আছে, ততক্ষণে পর্যম্ত রাজপথে থেকে জনগণের কল্যাণের জন্য কাজ করে যাবো। কেউ আমাদের উপর হামলা, নির্যাতন করে দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী -১ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য ও গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
শনিবার (৮ জানুয়ারী) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের পিরোজপুর হাইস্কুল মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ ও ৩১ বিএনপি’র দফা বাস্তবায়ন উপলক্ষে কর্মী সমাবেশেম প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি আরো বলেন, ‘আমি উড়ে আসা হাইব্রিড নেতা না। গত ৫ আগস্টের পরের নেতা না। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করতে সব সময় আন্দোলন সংগ্রামে মাঠে থেকেছি। কাজেই এখন যারা হঠাৎ দলে উড়ে এসে জুড়ে বসেছেন। বড় নেতা সাজছেন তারা আমাদের উপর হামলা করছেন তা সঠিক হচ্ছে না। এর কঠিন জবাব আমরা দেবো।
আজকে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়ালের উপর যে হামলা হয়েছে, আহত করা হয়েছে তাদের হুশিয়ারী দিতে চাই এর কঠিন জবাব দিতে আমরা প্রস্তুত। এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও কথা জানান তিনি।
সুলতানুল ইসলাম তারেক আরো বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ হতে গোদাগাড়ী -তানোরে গরীব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র সহ নানান ভাবে সহযোগিতা করছি। তারেক রহমান নেতাদের কে নির্দেশ দিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর, তাদের সহযোগিতা করার। আমি সেই কাজটি চালিয়ে যাচ্ছি। এসময় তিনি তারেক রহমানের নামে সকল মামলা হতে দ্রুত মুক্তি ও নির্বাচন দেওয়ার দাবি জানান।’
মাটিকাটা ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সভার সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি তানজিলুর রহমান সেলি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য রাজশাহী -১ (গোদাগাড়ী -তানোর) আসনের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া ফাউন্ডেশনের সহকারী মহাসচিব রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক সাইফুল ইসলাম হীরক, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনারুল সরকার, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম ফটিক, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম, মাটিকাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামীম ইকবাল খঞ্জন, ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন তোতা।
এছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গণি মাস্টার।
পরে এলাকার গরীব, দুঃখী ও মেহনতী মানুষের শীতবস্ত্র বিতরণ ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।