আজ থেকে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’
গাজীপুরসহ সারাদেশে যৌথ বাহিনীর অভিযান শুরু
টুইট ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ শনিবার থেকে গাজীপুরসহ সারাদেশে এই বিশেষ অভিযান শুরু হবে।
গতকাল (শুক্রবার) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, পরিস্থিতি স্থিতিশীল করতে এবং অপরাধীদের গ্রেপ্তার করতে যৌথ বাহিনী একযোগে অভিযান পরিচালনা করবে।
শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হন। এই হামলার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্ট এলাকায় দ্রুত নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়।
একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, “অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। জনগণের জানমাল রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই অভিযানে র্যাব, পুলিশ, বিজিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনী একযোগে কাজ করবে। সন্দেহভাজন সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল ব্যবস্থা জোরদার করা হবে।
সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। অভিযানের মাধ্যমে গাজীপুরসহ সারাদেশে সন্ত্রাসী কার্যক্রমের লাগাম টেনে ধরা হবে।