শাল্লায় জলাশয় শুকিয়ে মাছ আহরণ, সেচ সংকটে কৃষকরা

সুনামগঞ্জ প্রতিনিধি: হাওরসমৃদ্ধ সুনামগঞ্জে জলাশয় শুকিয়ে মাছ ধরার প্রবণতা কৃষকদের জন্য নতুন সংকট তৈরি করেছে।

শাল্লা উপজেলার দিঘালবন ও কুইশাইল ধাইর জলমহাল ইজারা নিয়ে পাওয়ার পাম্পের মাধ্যমে পানি অপসারণ করে মাছ ধরেছেন ইজারাদার সেলিম মিয়া ও ইজাজুল ইসলাম।

আইন অনুযায়ী, ইজারাদারদের ভাসমান অবস্থায় মাছ ধরার কথা থাকলেও, নিয়ম ভেঙে জলাশয় শুকিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ বিক্রি করা হয়েছে। এতে ৫০০ একর বোরো জমির কৃষকরা চরম শঙ্কায় পড়েছেন, কারণ সেচের পানির সংকট দেখা দিয়েছে।

কৃষকরা অভিযোগ করেছেন, ইজারাদারদের প্রভাবের কারণে তারা কোনো প্রতিবাদ করতে পারছেন না। স্থানীয় ইউপি সদস্য জিয়া উদ্দিন বলেন, “জলাশয় শুকিয়ে ফেলায় আমাদের ফসল চাষ হুমকির মুখে।”

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সামছুল করিম জানান, “আইন অনুযায়ী জলাশয় শুকিয়ে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস বলেন, “এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন, যাতে কৃষি ও মৎস্য সম্পদ রক্ষিত হয়।