শেখ হাসিনার বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই: নয়াদিল্লির দাবি
“সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে বলা হয়েছে, তিনি নিজস্ব ব্যবস্থাপনায় এটি করছেন এবং এতে ভারতের কোনো ভূমিকা নেই”
বিশ্ব ডেস্ক: ভারতে আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যেসব বক্তব্য দিয়েছেন, তা তার “নিজস্ব ব্যবস্থাপনায়” হয়েছে এবং এতে ভারতের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরল ইসলামকে তলব করে এ অবস্থান জানানো হয়।
শেখ হাসিনার সাম্প্রতিক ফেসবুক লাইভ বক্তব্যকে ‘উসকানিমূলক’ বলে অভিযোগ তুলে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছিল বাংলাদেশ সরকার। এর প্রতিক্রিয়ায় একদিন পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনারকে ডেকে নিজেদের অবস্থান স্পষ্ট করে।
ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে বলা হয়েছে, তিনি নিজস্ব ব্যবস্থাপনায় এটি করছেন এবং এতে ভারতের কোনো ভূমিকা নেই। এটাকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে মিশিয়ে ফেললে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো ইতিবাচক ফল আসবে না।”
জয়সওয়াল আরও বলেন, ভারত চায় বাংলাদেশ সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক বজায় থাকুক। তবে, তিনি অভিযোগ করেন যে বাংলাদেশের কিছু রাজনৈতিক বক্তব্য ভারতকে ভুলভাবে উপস্থাপন করছে এবং দুই দেশের সম্পর্ককে ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, “এটা দুঃখজনক যে বাংলাদেশের কিছু বিবৃতিতে ভারতকে নেতিবাচকভাবে দেখানো হচ্ছে এবং অভ্যন্তরীণ সমস্যার জন্য আমাদের দায়ী করা হচ্ছে।”
ভারতীয় মুখপাত্রের এই বক্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতি এবং তার বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা ভবিষ্যতে আরও জটিল হতে পারে।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার পরিবর্তনের পর ভারত যে কৌশলগত অবস্থান নিচ্ছে, তা স্পষ্ট হয়ে উঠছে।
ভারত সরকারের দাবি, তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সরাসরি জড়িত নয়, কিন্তু বাস্তবে তাদের ভূমিকা কতটা নিরপেক্ষ, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এখন দেখার বিষয়, শেখ হাসিনার ভবিষ্যৎ কার্যক্রম এবং বাংলাদেশের কূটনৈতিক পদক্ষেপ কীভাবে এই পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়।