‘সেনা লাগবে না, গাজাকে ইসরায়েলই আমাদের হাতে তুলে দেবে’
টুইট ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে্ন, যুদ্ধ শেষ হওয়ার পরে ইসরায়েল গাজা উপত্যকা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। সেখানকার মানুষ ইতোমধ্যেই অন্যত্র পুনর্বাসিত হয়েছে, যার অর্থ সেখানে কোনও মার্কিন সেনার প্রয়োজন হবে না।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ সংক্রান্ত একটি পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে।
গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেয়ার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, অনেকেই সেখান থেকে উন্নত জায়গায় চলে গেছে। যেখানে তারা ভালো আছে। নতুন করে যারা যাবে তারাও ‘খুশি, নিরাপদ এবং মুক্ত’ থাকতে পারবেন।
এদিকে, গাজাকে বিশ্বের অন্যতম সুন্দর শহরে পরিণত করা হবে উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা ডেভেলপমেন্ট দলের সঙ্গে কাজ করছে এবং ধীরগতি ও সতর্কতার সাথে গাজাকে পুনর্গঠন শুরু করবে। যেটি হবে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন শহর। যুক্তরাষ্ট্রের কোনো সেনাকে প্রয়োজন হবে না। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাই থাকবে।
সম্প্রতি কানাডা, গ্রীনল্যান্ডসহ গাজার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করার পর সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। তবে এক সপ্তাহের মধ্যে আবারও গাজা ইস্যুতে একই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে, মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকের পর আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা জারি করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করছেন ট্রাম্প।