রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী সোহানা সাবা গ্রেপ্তার
টুইট ডেস্ক: রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পর সোহানা সাবাকে আমাদের নজরদারিতে রাখা হয়েছিল। কিছুক্ষণ আগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে, যা আমরা তদন্ত করছি।”
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি রয়েছেন।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে সোহানা সাবার পরিবারের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।