ন্যাশনাল ব্যাংক থেকে ৬৪৪ কোটি টাকা আত্মসাৎ: দুদকের দুই মামলা
টুইট ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ন্যাশনাল ব্যাংক থেকে ৬৪৪ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে। প্রথম মামলায় ১৩ জন এবং দ্বিতীয় মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে।
প্রথম মামলা:
মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের নামে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখা থেকে ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে সুদ ও আসলসহ ৫৮৩ কোটি ১৩ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলার আসামিরা হলেন:
আলম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেড
হরিদাস বর্মন, পরিচালক, মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেড
আরীফ মো. শহীদুল হক, ন্যাশনাল ব্যাংকের সাবেক ডিএমডি ও সাবেক ব্যবস্থাপক
এ এস এম বুলবুল, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক
এম এ ওয়াদুদ, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক
চৌধুরী মোসতাক আহমেদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক
রন হক সিকদার, সাবেক পরিচালক
রিক হক সিকদার, সাবেক পরিচালক
মোয়াজ্জেম হোসেন, পরিচালক
এ কে এম এনামুল হক শামীম, সাবেক স্বতন্ত্র পরিচালক
খলিলুর রহমান, সাবেক পরিচালক
জাকারিয়া তাহের, সাবেক পরিচালক
মাবরুর হোসেন, সাবেক পরিচালক
দ্বিতীয় মামলা
দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে ন্যাশনাল ব্যাংকের কুয়াকাটা শাখা থেকে ৪০ কোটি টাকা ঋণ নিয়ে সুদ ও আসলসহ ৬১ কোটি ২১ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এ মামলার আসামিরা হলেন:
নাহিদ সারওয়ার, ব্যবস্থাপনা পরিচালক, দি ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড
মোস্তফা মঈন সারওয়ার, পরিচালক
চৌধুরী মোসতাক আহমেদ, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক
রুমি ইমরোজ রশিদ, প্রিন্সিপাল অফিসার ও কুয়াকাটা শাখার সাবেক ব্যবস্থাপক
শাহ্ সৈয়দ আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা সিকদার, সাবেক পরিচালক
খলিলুর রহমান, সাবেক পরিচালক
মোয়াজ্জেম হোসেন, পরিচালক
রিক হক সিকদার, সাবেক পরিচালক
মাবরুর হোসেন, সাবেক পরিচালক
নাঈমুজ্জামান ভূঁইয়া, সাবেক স্বতন্ত্র পরিচালক দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
উল্লেখ্য, এর আগে গত মাসে ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক রন হক সিকদার ও রিক হক সিকদারসহ ২৯ জনের বিরুদ্ধে ৪৫৯ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করে দুদক।